শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


গুরুজী পদক পেলেন সাংবাদিক শাশ্বত মনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি ও সাংবাদিক মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনির গুরুজী পদক ২০১৭ লাভ করেছেন।

গত ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গুরুজী প্রডাকশন লি. মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনিরকে এই পদক প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুর রহমান ফকির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, মাজহারুল ইসলাম, সাঈদ আজাহার, কাজী শাকিল আহমেদ, নজরুল ইসলাম, হাজী মো. আব্দুর রফিক, বিপ্লব শরীফ প্রমুখ।

মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনির সাপ্তাহিক শীর্ষ খবরের সম্পাদক। দীর্ঘ দিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শাশ্বত মনির শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায়ও নিয়োজিত। এছাড়াও রাজধানীর পুষ্পধারা নামের একটি হাউজিং কম্পানির তিনি মার্কেটিং এক্সিকিউটিভ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ