শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

যেভাবে সহজেই কোণঠাসা করা যায় আমেরিকা-ইসরায়েলকে, ফর্মূলা দিলেন ড. এবিএম হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. এবিএম হিজবুল্লাহ
আলেম, প্রফেসর

মিষ্টার ট্রাম্প অবশেষে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে মেনে নেয়ার ঘোষণা দিলেন। এরপর শুরু হয় বিশ্বব্যাপী হৈচৈ। মুসলিম বিশ্ব রাগে ক্ষোভে ফেটে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু এর শেষ কোথায়?

আরব বিশ্ব জরুরি বৈঠক ডাকবে। ওআইসি ইতোমধ্যে তাদের জরুরি সম্মেলনের ডাক দিয়েছে। কী হবে আগাম বলা মুশকিল।

অতীতের ঘটনাপ্রবাহ থেকে বুঝা যায় কারযকর কিছুই হবে না। অথচ মুসলিম বিশ্বে কী নেই। সারা দুনিয়াকে বশে রাখার মত সকল উপাদান রয়েছে মুসলিম বিশ্বে। তেল-গ্যাস খনি, সমুদ্র বন্দর, ভৌগলিক সীমারেখা, খনিজদ্রব্যসহ অর্থনৈতিক ব্যবস্থাপনা। যা দিয়ে মুহূর্তে সব কিছু এলোমেলো করে দেয়া যায়।

মুসলিম বিশ্ব একাট্টা হয়ে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক আমেরিকাসহ সকল ইসরাইলপন্থী দেশের সাথে। বন্ধ করে দিক তেল-গ্যাস সরবরাহ, নিয়ন্ত্রণ করুক সমুদ্র বন্দর, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত করুক, দেখা যাবে সবাই শান্তির জন্য চিৎকার দিয়ে উঠবে, থাম, আমরা বিষয়টি পুনর্বিবেচনা করছি।

কিন্তু এটা কি পারবে মুসলিম ও আরব বিশ্বের দেশগুলো। বাস্তবতা হল, পারবে না। ওরা জানে, কিছুদিন হুংকার, ধিক্কার জানাবে দেশের জনগণ। বিক্ষোভে বিক্ষোভে উম্মাতাল হবে রাজপথ। এরপর স্তিমিত হয়ে আসবে সবকিছু।

ইসরাইল তাদের সপ্ন পূরণে বসে থাকবে না। তাদের হাতে আছে বিশ্বের মোড়লেরা। যারা ইসলাইল রাষ্ট্র ঘোষণার পনের মিনিটের মধ্যে স্বীকৃতি দিয়েছিল বৃটেন, আমেরিকা ও রাশিয়া। আছে ফ্রান্স, জার্মানি, জাপান, চীনসহ অন্যান্য দেশ।

বাহ্যত তারা এর নিন্দা জানালেও তলে তলে ঠিকই তারা ইসলায়েলের স্বার্থহানি হয় এমন কোন সিন্ধান্ত নেবে না। এটাই বাস্তবতা। জাতিসংঘ নামের বিনোদনসংঘ ইসরাইলের বিরুদ্ধে এ পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আগমীতেও পারবে না নিশ্চিত।

ইসরাইল তাদের দেশকে নীল নদ থেকে ফোরাত পর্যন্ত নিয়ে যেতে চায়। তারা এও দাবি করে মদিনায় রয়েছে তাদের অধিকার। এটা তাদের ফেরৎ চাই।

মুসলিম জাতিকে তারা মনে করে বিশ্বের এক বোঝা। এদের থেকে মুক্তি পেতে তার মরিয়া। এ জন্য তারা চায় মুসলিম বিশ্ব তাদের ক্রিড়নক হিসাবে তাদের দয়ায় বেঁচে থাকুক। বিশ্ব পরিক্রমায় তারা যেন নাক না গলায়। কেউ কোন ধরনের বাড়াবাড়ি করলে তাকে কিভাবে সরাতে হয় তারা তা ভাল করেই জানে। এর অনেক উদাহরণ রয়েছে অতীত ইতিহাসে।

কিন্তু শেষে একটি কথা বলেই ক্ষ্যান্ত হচ্ছি। সেটা হল ওরা জানে না এ বিশ্বের সৃষ্টিকর্তা তাদের ষড়যন্ত্র সম্পর্কে প্রতি মুহূর্ত জ্ঞাত আছেন। বাহ্যিকভাবে আমাদের কৌশল নির্ধারণ করে এগুতে হবে। আমাদের প্রতিবাদ সাধ্যানুসারে অব্যাহত থাকবে।

আমরা থামব না। আমরা এগিয়ে যাব সামনের পানে। চূড়ান্ত ফায়সালা হবে নিয়মাতান্ত্রিক জিহাদের (সন্ত্রাস নয়) মাধ্যমে ইনশাআল্লাহ।

লেখক: প্রফেসর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ