রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

অাল আমিন সংস্থার তাফসীর মাহফিল সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

আগামী ২৭,২৮ ও ২৯ ডিসেম্বর হাটহাজারীতে ৩দিন ব্যাপি ঐতিহাসিক তাফসীর ও কেরাত মাহফিল সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) বাদ জুহর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত ৩দিন ব্যাপি হাটহাজারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন ও কেরাত মাহফিল সফল করতে মতবিনিময় ও সাধারণ সভা সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব বেলাল উদ্দীন জাহাঙ্গীর, আলীপুর নূরানী তালীমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা জমির উদ্দীন, আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর ইদরিস, হাটহাজারী ওলামা পরিষদের সেক্রেটারি মাও. জাফর আহমদ, রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের সভাপতি জনাব মো. হানিফ, জাগৃতির সাধারণ সম্পাদক রুবেল পারভেজ চৌধুরী জাহেদ, জমিয়তে উলামায়ে কওমিয়া চট্টগ্রামের সেক্রেটারি মাওলানা আলমগীর মাসুদ আরবনগরী প্রমুখ।

সাধারণ সম্পাদক জনাব আহসান উল্লাহ ও যুগ্ম সম্পাদক মাও. ইবরাহীম সিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহফিল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি মাও. আনাস মাদানী, যুগ্ম আহবায়ক হাজী মোজাম্মেল হক, উপদেষ্টা মুফতি মুহাম্মদ, মুফতি সোলায়মান, মাও.শফিউল আলম, মাও. আলমগীর, মাও. আবুল হাশেম, হাফেজ শফিউল আজম, হাজী জসিম উদ্দীন, মাও. জাহিদুল্লাহ খান।

প্রচার সম্পাদক হাফেজ রিদোয়ান আরমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তাগণ তাফসীরুল কুরআন ও ক্বেরাত মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাহফিলে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতির লক্ষে সকলকে কাজ করার আহবান জানান। উল্লেখ্য যে মতবিনিময় সভায় রাউজান ফটিকছড়ি শাহনগরের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ