শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

নিজের পোষা কুকুরেরা ‘ছিঁড়ে খেল’ তরুণীকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
ডেস্ক

কুকুরের প্রভুভক্তি নিয়ে  অনেক গল্প আমরা শুনতে পাই। অনেকে মনে করেন, প্রাণী জগতের মধ্যে কুকুরই একমাত্র এমন প্রাণী যে তার মালিকের সবকথা ঠিকঠাক পালন করে থাকে। তবে এইসব গল্পের উল্টোচিত্র নজরে পড়েছে যুক্তরাষ্ট্রে।

আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের গুচল্যান্ডের এক তরুণীর মৃত্যুতে কুকুরের প্রভুভক্তির  উল্টো ছবি সামনে এসেছে। কেননা তিনি প্রাণ হারিয়েছেন তাঁরই পোষ্যদের আঘাতে, এমনটাই ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত পারিপার্শ্বিক যা কিছু তথ্যপ্রমাণ মিলেছে তাতে এ ধারণাই স্পষ্ট হচ্ছে পুলিশের কাছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় , বেঠানি লিন স্টিফেন্স নামের ওই তরুণীর কুকুর-প্রীতি ছিল মারাত্মক। গত বৃহস্পতিবার বিকেলে তিনি দু’টি পিট বুল কুকুরকে নিয়ে বড় রাস্তা থেকে আধ মাইল দূরে বেড়াতে যান। ওই এলাকা বেশ ফাঁকা। অনেকটা জঙ্গলের মতো। সেখানেই কুকুরদের হাঁটাতে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু আর ফিরে আসেননি।

পরে তরুণীর স্বজনরা তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, কুকুর দুটি এক জনের ছিন্নভিন্ন দেহ ঘিরে রেখেছে। দূর থেকে ওই দেহ পশুর দেহ বলে মনে হলেও সামনে গিয়ে দেখা যায়, মরদেহটি হতভাগ্য বেঠানি স্টিফেন্সের!

গুচল্যান্ডের শেরিফ জিম অ্যাগনিউ শুক্রবার সংবাদমাধ্যমের কাছে ঘটনা সম্পর্কে জানান, আমার ৪০ বছরের পেশাগত জীবনে এমন ব্যাপার আগে কক্ষণও ঘটতে দেখিনি। আশা করি, যেন আর দেখতেও না হয়।

২২ বছরের স্টিফেন্সের শরীরের ক্ষত পরীক্ষা করে দেখা যায় তিনি আত্মরক্ষারও চেষ্টা করেছিলেন। কিন্তু কেন কুকুরগুলো আচমকা নিজের মালিককেই এভাবে আক্রমণ করল, তা এখনও স্পষ্ট নয়। তবে তারাই যে স্টিফেন্সকে হত্যা করেছে তাতে কোনো সন্দেহ নেই। কারণ, নিহতের শরীরে আঁচড়গুলো কুকুরেরই ছিল।

এমন অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কুকুরগুলোকে অনেক কষ্টে অচেতন করে রাখা হয়েছে। স্টিফেন্সের আত্মীয়রা দাবি তুলেছেন ওই কুকুরগুলোকে মেরে ফেলা হোক। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ