শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রোহিঙ্গা প্রত্যাবসনে দ্বিপাক্ষিক চুক্তির উপর আস্থা রাখা সম্ভব নয় : ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা প্রত্যাবসনে শুধুমাত্র দ্বিপাক্ষিক চুক্তির উপর আস্থা রাখা সম্ভব নয়, এর জন্য কুটনৈতিক তৎপরতা আরো বৃদ্ধি করা উচিত বলে মন্তব্য করেছেন, গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ভারত এবং চিনকে আমরা বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু বলে জানি। কিন্তু দূর্ভাগ্য হলো আজকের এই রোহিঙ্গা সংকট সমাধানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত এবং চিন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'রোহিঙ্গা হত্যা-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবিতে' আদর্শ নাগরিক আন্দোলন-Ideal Citizen Movement কর্তৃক পূর্ব ঘোষিত লংমার্চ পূর্ব সমাবেশে সংহতি প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত এবং চিনকে মানবতার পক্ষে দাড় করানোর জন্য বাংলাদেশের কুটনৈতিক তৎপরতা আরো জোরদার করা উচিত। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে চিন, ভারত সফর করা উচিত। কারণ চিন এবং ভারতের নিরব সমর্থনের কারণেই মিয়ানমারের সামরিক জেনারেলরা বিশ্ব জনমত উপেক্ষা করার দু:সাহস দেখাচ্ছে।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এরং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন-এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, আদর্শ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি লিয়াকত আলী, এস.এম আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূর ইসলাম শাহীন, এস.এম কামালউদ্দিন ইসমাইল, অর্থ সম্পাদক আবু, সাঈদ পাটোয়ারী, হাসান আল মামুন, জিয়াউল হক প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ