বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদে পতিত স্বৈরাচাররা লাভবান হবে: খেলাফত মজলিস  শাপলা শহীদদের স্মরণে কনফারেন্স সফলের আহ্বান ইবনে শাইখুল হাদিসের সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্বিবেচনা করবে বিএনপি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত  আগামী সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরুর দাবি দরুদ পাঠে সুরভিত হোক মুমিনের জীবন  জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর সংকেত: আবহাওয়া অফিস  সব দলের উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে: ইশরাক

বেফাকের শুরা বৈঠক সম্পন্ন : ১৭ ফেব্রুয়ারি হতে পারে ১১তম কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আজ বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকের) শুরার জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেফাকের ১১তম কাউন্সিল সামনে রেখে এ সভা আহবান করা হয়।

সভায় বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য স্থান ও তারিখ নির্ধারণসহ আমেলা ও শুরার কার্য বিবরণী, চলতি বছরের অডিট অনুমোদন করা হয়।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী। সভায় অধিকাংশ শুরা সদস্য অংশগ্রহণ করেন।

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারিকে বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আল্লামা আহমদ শফী অনুমোদন করলে এ তারিখে ঢাকার ফরিবাদ মাদরাসায় বেফাকের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তবে সভায় বেফাকের পরিচালনা কমিটি বা শুরার পরিধি বাড়ানো  বিষয়ে কোনো আলোচনা হয় নি বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিবছর বেফাকে নতুন মাদরাসা অন্তর্ভূক্ত হয়। তাই আনুপাতিক হারে শুরা কমিটির পরিধি বিস্তৃত হয়।শুধু ২০১৭ সালে ২ হাজার মাদরাসা বেফাকভূক্ত হয়েছে।

এর আগে সভায় শুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ