রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভারতে কোন প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘প্রথাভিত্তিক খতমে বুখারি অনুষ্ঠান বন্ধে সম্মিলিত ও সাহসী সিদ্ধান্ত আসুক’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেফতার কোনো চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি স্থগিত হওয়া প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে যেসব নির্দেশনা পোস্টাল ভোটদানের ছবি-ভিডিও শেয়ারে যে শাস্তি দেবে ইসি নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির কাসেমীর মনোনয়নপত্র বৈধ মনোনয়ন বাছাইয়ে টিকলেন সাঈদীর দুই ছেলে

বেফাকের শুরা বৈঠক সম্পন্ন : ১৭ ফেব্রুয়ারি হতে পারে ১১তম কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আজ বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকের) শুরার জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেফাকের ১১তম কাউন্সিল সামনে রেখে এ সভা আহবান করা হয়।

সভায় বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য স্থান ও তারিখ নির্ধারণসহ আমেলা ও শুরার কার্য বিবরণী, চলতি বছরের অডিট অনুমোদন করা হয়।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী। সভায় অধিকাংশ শুরা সদস্য অংশগ্রহণ করেন।

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারিকে বেফাকের আগামী কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আল্লামা আহমদ শফী অনুমোদন করলে এ তারিখে ঢাকার ফরিবাদ মাদরাসায় বেফাকের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তবে সভায় বেফাকের পরিচালনা কমিটি বা শুরার পরিধি বাড়ানো  বিষয়ে কোনো আলোচনা হয় নি বলে তিনি জানান।

এ বিষয়ে তিনি বলেন, প্রতিবছর বেফাকে নতুন মাদরাসা অন্তর্ভূক্ত হয়। তাই আনুপাতিক হারে শুরা কমিটির পরিধি বিস্তৃত হয়।শুধু ২০১৭ সালে ২ হাজার মাদরাসা বেফাকভূক্ত হয়েছে।

এর আগে সভায় শুরার ১৫১জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ