রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

আখেরাতের সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন : আল্লামা নাসিম বারাবাংকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব
ইসলাহি ইজতেমা থেকে

দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিম বারাবাংকি বলেন, আখেরাতের সফর খুব দীর্ঘ এবং কঠিন। আমরা দুনিয়ার সফরের জন্য কত প্রস্তুতিই না নিয়ে থাকি। কিন্তু সে অনুযায়ী আখেরাতের সফরের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি না। বরং আখেরাতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণের পরিবর্তে , ওই সফরের কথা ভুলেই গেছি।

আফতাবনগর মাদরাসার ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমার ২য় দিনের মাগরিবের পরের বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দুনিয়ায় নিজের ইচ্ছায় আসিনি এবং নিজের ইচ্ছায় যেতেও পারি না। সুতরাং আসা এবং যাওয়ার মাঝখানের সময়টা কেন নিজের ইচ্ছায় চলছি? আমাদেরকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন এবং যার আদেশে দুনিয়া থেকে আমাদের প্রত্যাবর্তন হয়, আমাদের পার্থিব জীবনের চলাবলা তো তার বিধান অনুযায়ীই হওয়া দরকার। যদি আমাদের চলাবলা তার বিধান অনুযায়ী না হয়, তাহলে কী জবাব দিবো? যখন তার পক্ষ থেকে আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে।

তিনি আরও বলেন, দুনিয়ার এ জীবনে দুনিয়ার জন্য ততটুকুই ব্যস্ত হওয়া দরকার, যতটুকু দীর্ঘ দুনিয়ার জীবন। আর দুনিয়ার জীবনে আখেরাতের জন্য ততটুকুই ব্যস্ত হওয়া দরকার যতটা দীর্ঘ আখেরাতের জীবন।
সুতরাং অফুরন্ত ওই জীবনের জন্য বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই প্রস্তুত নেওয়া। প্রিয়ভাই, আখেরাতের সফরের জন্য এখন থেকেই প্রস্তুত নিন।

উল্লেখ্য, আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসা প্রাঙ্গনে গতকাল থেকে চলছে ৩ দিনব্যাপী ইসলাহি ইজতেমা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ