শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

নিয়ম ভাঙ্গায় প্রধানমন্ত্রীকেও গুণতে হচ্ছে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  : লাইফ জ্যাকেট না পরে ডিঙ্গি চালানোর কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে ২৫০ ডলার জরিমানা করেছে দেশটির ম্যারিটাইম সার্ভিস। সিডনি হারবারে নিজস্ব ভিলার কাছে তিনি একটি ডিঙ্গি চালিয়ে তীর থেকে মাত্র ২০ মিটার দূরত্বে গিয়েছিলেন।

জানা গেছে, সম্প্রতি সিডনির হারবার পয়েন্টে টার্নবুল তার নিজস্ব অবকাশকালীন বাড়ি থেকে ডিঙি নৌকায় উঠেছিলেন। কিন্তু তিনি লাইফ জ্যাকেট পরেছিলেন না। ওই ছবি প্রকাশ হওয়ার পর তাকে জরিমানা দিতে হচ্ছে।

কঠোর নিয়মের দেশ অস্ট্রেলিয়ায় আইন আক্ষরিক অর্থেই সবার জন্য সমান। আইন যাই হোক আর যেই ভঙ্গ করুক না কেন সাজা তাঁকে পেতেই হবে। সম্প্রতি তারই এক প্রমাণ দিল দেশটির আইন বিভাগ। আর তাই সমুদ্র নীতিমালা লঙ্ঘনের দায়ে ২৫০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রীকেই।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের একটি ছোট নৌকা চালানোর ছবি গত বুধবার প্রকাশিত হয় দেশটির বিভিন্ন গণমাধ্যমে। সেই ছবিতে লাইফ জ্যাকেট ছাড়াই দিব্যি নৌকায় চড়তে দেখা যায় তাকে।

এই ছবির সূত্র ধরেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সমুদ্র নীতিমালা অনুযায়ী লাইফ জ্যাকেট ছাড়া নৌকা চালানোর অপরাধে অভিযুক্ত করা হয় তাকে। পরে তা প্রমাণিত হলে অর্থদণ্ড করে এনএসডব্লিউ সড়ক ও সামুদ্রিক সেবা (আরএমএস) বিভাগ। আইনের আওতায় প্রধানমন্ত্রীকেও জরিমানা দিতে হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এ সপ্তাহের প্রথম দিকে ঘটনার সময় সিডনিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অবকাশকালীন বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন তিনি। আরএমএস-এর অভিযোগ ও জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, ডিঙি নিয়ে বেশি দূর যাননি তিনি। তবে আইনের প্রতি সম্মান রেখে জরিমানার অর্থ পরিশোধ করবেন বলে জানান। এটিকে একটা শিক্ষা হিসেবে গ্রহণ করে তিনি জানিয়েছেন, সবাইকেই সমুদ্রে সব সময় আইন ও পূর্বসতর্কতা মেনে চলা উচিত।

সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ