শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

সারাদেশে ১ হাজার ১০ টি ইবতেদায়ি মাদরাসা করবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দীনী শিক্ষা ও দীনী দাওয়াতের ভূমিকা অপরিসীম। দীনী শিক্ষার প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রায় ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই মাদ্রাসাগুলো সারা দেশব্যাপী দীনী শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ (২২ জানুয়ারি, সোমবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুৃল মুকাররমস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে এক মতবিনিময় সভায়  ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম মোহাম্মদ আফজাল এই তথ্য জানান।

এ সময় তিনি ইসলামের সঠিক দর্শন জাতির সামনে তুলে ধরার ব্যাপারে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

মতবিনিময় সভায়  রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, মিডিয়া হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। জাতি উপকৃত হবে এমন কিছু বার্তা সাংবাদিকরা প্রচার করে থাকে। প্রকৃত সাংবাদিকরা কখনোই সাংবাদিকতার নীতিমালার বাইরে গিয়ে কোন কাজ করেন না।

তারা বলেন, ইসলামের সঠিক বার্তা প্রচারে ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও সারা দেশে ১ হাজার দশটি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূইয়া, সাধারন সম্পাদক উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক রকীবুল হক, নির্বাহী সদস্য এইচ এম জামাল উদ্দিন, মো: শাহ আলম নূরসহ রিলিজয়াস রিপোর্টার্স ফোরামের সদস্যবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ