শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইসলাম বিষয়ে অজ্ঞতার প্রশ্নে সমালোচকদের কড়া জবাব দিলেন মাহাথির মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ 
আন্তর্জাতিক ডেস্ক

ইসলাম নিয়ে ড. মাহাথির মুহাম্মদের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলায় ইসলামী সমালোচকদের কড়া জবাব দিলেন সাবেক মালেশীয় প্রেসিডেন্ট ড. মাহাথির মুহাম্মদ।

ইসলামকে ব্যবহার করে অসৎ কাজের ন্যায্যতা প্রমাণ করা কিছু মানুষকে উদ্দেশ্য করে তিনি একটি ব্লগ লেখেন।

তিনি লেখেন, শূকরকে জবেহ দেওয়ার সময় যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে কি সেটা হালাল হয়ে যাবে? অবশ্যই না। আমি আরও বলতে চাই, এইযে সরকারি তহবিল থেকে কিছু অসৎ মানুষ বিপুল পরিমাণ অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে, এই চুরি করা অর্থ কি হারাম নয়? অবশ্যই হারাম। এগুলো যদি হারামই হয়ে থাকে তাহলে এই অর্থ দিয়ে উমরাহ অথবা হজ পালন করে এগুলো হালাল করা সম্ভব?

তিনি আরও লেখেন, আমরা যদি না জেনে চুরি করা অর্থে হজে যাই, তাহলে কি তা আমাদের অপরাধ? অপরাধ তখনই যখন আমরা জেনে শুনে চুরি করা অর্থে হজ অথবা উমরাহ পালন করতে যাই।

তিনি এরপর বলেন, হ্যাঁ, এমন অনেক ইসলামী শিক্ষা এবং রীতিনীতিই আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়। তবে আমি তা নিয়ে পরে কথা বলব। তিনি এও মানেন যে তিনি একজন ইসলামিক স্কলার নন, তবে তিনি দাবী করেন যে ইসলাম সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে।

তিনি এই ব্যাপারে লিখেন, তারা (ইসলামী সমালোচক) বলে যে আমি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানি না এবং আমি আরবী বুঝি না। আমাকে দেখেও নাকি তাদের আলেমের মত মনে হয় না। আমাকে অনেকেই ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার জন্যে এবং বিশেষজ্ঞের বক্তৃতা শোনার জন্যে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য,  গত শনিবার বিতর্কিত মালেশীয় ধর্মপ্রচারক যামিহান মাত জিন মাহাথির পুনরায় রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, এই বৃদ্ধ বয়সে মাহাথির উচিৎ কোনো এক মাদরাসায় নাম লিখিয়ে নামাজে সময় দেওয়া।

তার এই মন্তব্য নিয়েই ক্ষীপ্ত হয়ে ওঠেন ড. মাহাথির মোহাম্মদ। তার এই সাম্প্রতিক ব্লগের কারণে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ড. মাহাথির মোহাম্মদকে।

তবে তার দাবী, ইসলাম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং তা দিয়েই তিনি মালয়েশিয়ার রাজনীতিতে পুনরায় ফিরে আসবেন।

সূত্র : মালয়েশিয়া টুডে/ আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ