শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের এনসিপির সাথে চামড়াশিল্প রক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোলা-বরিশাল সেতুর দাবিতে  ওলামা-ত্বলাবার মানববন্ধন বিভিন্ন সংস্কার কমিটির মাধ্যমে কিছু কুসংস্কার প্রস্তাবনা এসেছে: খেলাফত আন্দোলন আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারতে শায়েখে চরমোনাই অসুস্থ জমিয়ত সহ-সভাপতিকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর কাকে জুলাইয়ের গাদ্দার বললেন সাদিক কায়েম?

‘সাধারণ শিক্ষিত বেকার ২ কোটি; কওমি মাদরাসার কেউ বেকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেছেন, বাংলাদেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত ২ কোটি শিক্ষার্থী বেকার আছে অথচ কওমি মাদরাসার শিক্ষার্থীরা এখন পর্যন্ত কেউ বেকার নেই।

তিনি বলেন, কওমি আলেমরা তাদের নিজেদের যোগ্যতা দিয়ে চাকরিজীবনে প্রবেশ করে। তারা বেশ ভালো আছেন। তাদের নিয়ে চিন্তার কারণ নেই।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘আমরা সবসময়ই চাই বাংলাদেশের সবগুলো মাদরাসা একই বোর্ডের নিয়ন্ত্রণে থাকবে। একই সিলেবাসের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বলেও আমরা আশা করি। এখন আমি আশাবাদী অনার্স ও মাস্টার্স সমমানের যে পড়াশোনা রয়েছে তা কিন্তু জেনারেল শিক্ষার অনেক কাছাকাছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ের মাদ্রাদরাগুলোতে কুরআন শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও যুগোপযোগী করে গড়ে তুলতে আরও বেশ কিছু বই পাড়ানো হয়।

মাদরাসাগুলোতে আদর্শিকতা, ইসলামিক, দিনি শিক্ষা দেওয়া হয়, নৈতিকতা শেখানো হয়।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম প্রমুখ।

বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ