রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকায় এই ১ম আন্তর্জাতিক নুরসি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ ও তুরস্কের ইস্তাম্বুল সায়েন্স এন্ড কালচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক সম্মেলন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ও আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

‘লিবিং ইন পিচ এন্ড হারমোনি : দ্য রিসালায়ে নুর পার্সপেক্টিভ’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ডেলিগেটদের অংশগ্রহণ করবেন।

দুইদিন ব্যাপী এ সম্মেলনে বিভিন্ন অনুষঙ্গ রয়েছে। থাকবে গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপন।

অনুষ্ঠানের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইউসুফ। তিনি একটি অধিবেশনের সভাপতিত্বও করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি এবং তুর্কি পার্লামেন্টের সদস্য ও ইস্তাম্বুল সায়েন্স ও কালচার ফাউন্ডেশনের পরিচালক সাইদ ইউজে, প্রফেসর ড. কলিন ডার্নার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর প্রফেসরে ড. একে আজাদ চৌধুরী।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান ও ডিএমপি পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া সম্মেলনে বক্তব্য দিবেন।

উল্লেখ্য, তুরস্কের অন্যতম মুসলিম বুদ্ধিজীবী বদিউজ্জামান সাইদ নুরসির প্রতি সম্মান প্রদর্শন করে সম্মেলনে রিসালায়ে নুর সংযুক্ত করা হয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ