বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

যেকোনও মুহূর্তে বাধতে পারে রাশিয়া-ইউরোপ যুদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতায় যেকোনও মুহূর্তে বাধতে পারে রাশিয়া-ইউরোপ যুদ্ধ। মূলত, অস্ত্র নিয়ন্ত্রণচুক্তি না মানার প্রবণতা, প্রয়োজনাতিরিক্ত অস্ত্র মোতায়েন ও সামরিকমহড়া উত্তেজনাই এই সম্ভাবনার পেছনের কারণ। জার্মানির নিরাপত্তা-বিষয়ক সাময়িকী ‘মিউনিখ সিকিউরিটি’র একটি বার্ষিক প্রতিবেদনে এতথ্য জানা গেছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের এক সপ্তাহ আগে এ প্রতিবেদনটি প্রকাশ করলো তারা।

‘টু দ্য ব্রিন্ক- এন্ড ব্যাক?’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, মধ্য ও পূর্ব-ইউরোপের নিরাপত্তার জন্য ‘মাঝারিপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্ররোধ চুক্তি’র মত পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিগুলো বাস্তবায়নেও চাপ বাড়ছে।

অবশ্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো দাবি করেছে, তারা কোনভাবেই রাশিয়ার সাথে কোনও ধরণের অস্ত্র-প্রতিযোগিতা চায় না। তবে, ইউরোপের বর্তমান রুগ্ন নিরাপত্তা পরিস্থিতিতে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

এতে বলা হয়, এই ভয়াবহ পরিস্থিতিতে, ভুল-বোঝাবুঝি ও ভুল-হিসেবের কারণে একটি ‘অযৌক্তিক’ সামরিক সংঘর্ষ বাধার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া, পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে একটি ‘প্রতিযোগিতামূলক নিরাপত্তা পরিস্থিতি’ লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো সরাসরি রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা , রাশিয়া ও গাল্ফ অঞ্চলের প্রায় ৫শ’ উচ্চপদস্থ সরকারি ও সেনা কর্মকর্তার অংশগ্রহণে ১৬-১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সূত্র: রয়টার্স/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ