বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জম্বু-কাশ্মীরে ৩০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান; ৫ ভারতীয় সেনাসহ নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ঘণ্টা পর অবশেষে ভারতের জম্বু-কাশ্মীর প্রদেশের সুঞ্জওয়ানে সেনা-জৈশ ই মহম্মদ এনকাউন্টারের সমাপ্তি ঘটল। সংঘর্ষে এক জুনিয়র কমিশনড অফিসার সহ ৫ সেনা কর্মী নিহত হয়েছেন, খতম হয়েছে ৪ জৈশ ই মহম্মদ সদস্য। আহত শিশুসহ ৯ জন।

গতকাল ভোরের আলো ফোটার আগে অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল জৈশ ই মহম্মদ সদস্য সেনার পোশাক পরে সেনা ছাউনিতে হামলা চালায়। গ্রেনেড ছুঁড়ে ও স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালাতে চালাতে ফ্যামিলি কোয়ার্টারে ঢুকে পড়ে তারা। তাদের সেনার পরিবারের সদস্যদের পণবন্দি করার ছক ছিল।

গুলিতে নিহত হন মদনলাল চৌধুরী নামে এক জুনিয়র কমিশনড অফিসার ও আশরাফ আলি নামে আর এক সেনা কর্মী। এঁরা দুজনেই জম্মু কাশ্মীরের বাসিন্দা। মদনলালের মেয়ে স্কুলের ছুটিতে বাবার কাছে ঘুরতে এসেছিল, সেও আহত হয় গুলিতে।

ফ্যামিলি কোয়ার্টারে ঢুকে পড়া জঙ্গিদের বার করতে ডাকা হয় প্যারা কম্যান্ডো বাহিনীকে। প্রাণ হারায় ৩  জৈশ ই মহম্মদ সদস্য । সেনা প্রধান বিপিন রাওয়াত জম্মু চলে আসেন, বৈঠক করেন বরিষ্ঠ সেনা কর্তাদের সঙ্গে। জানা যায়, জঙ্গিদের গুলিতে আহত হয়েছে ৯ জন সাধারণ নাগরিক, এদের মধ্যে শিশুও রয়েছে।

সেনা জানায়, জৈশ ই মহম্মদ সদস্যদের  কাছে এ কে ৫৬ রাইফেল ও প্রচুর গোলাবারুদ, হ্যান্ডগ্রেনেড রয়েছে। অস্ত্রশস্ত্র ছাড়াও উদ্ধার হয় জৈশের পতাকাও। গতকাল পৌনে পাঁচটা নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনির জওয়ানরা ছাউনির কাছে সন্দেহভাজনদের ঘোরাফেরা করতে দেখেন। চ্যালেঞ্জ করলে তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে চালাতে ও গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে সেনার ফ্যামিলি কোয়ার্টারে ঢুকে পড়ে।

এর আগে ২০০৬-এ এই সুঞ্জওয়ান ছাউনিতেই আত্মঘাতী হামলায় ১২ জন সেনাকর্মী শহিদ হন।

এবিপি/ এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ