বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মাশরাফি এবার হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান অতিথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রিকেট নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে আনা যারা নেশা ও পেশা এবার তিনি আসছেন হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রধান অতিথি হয়ে।

আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (ICCB), বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলুল হুফফাজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে দেশের তরুণ্যের অহঙ্কার মাশরাফি বিন মর্তুজাকে।

ইসলামি সংস্কৃতির প্রভায় আলোকিত, দেশ গঠনের প্রত্যয়ে তারুণ্য নির্ভর এ সংগঠনটি ২০১৭ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়ে দেশের ইসলামি অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো গত ডিসেম্বরে শুরু হওয়া জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

দেশের উজ্জ্বল নক্ষত্র ও বহির্বিশ্বে দেশের পতাকা সমুন্নতকারী হাফেজে কুরআনদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা হচ্ছে তাদের সত্য ও সুন্দরের পথে চলার প্রাথমিক প্রয়াস।

ডিসেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্যায় ছিল বিভাগীয়। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার হাফেজে কুরআন অংশগ্রহণ করে।পর্যায়ক্রমে বাছাইপর্বে চূড়ান্তভাবে নির্বাচিত হাফেজে কুরআনরা ১৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

চূড়ান্ত পর্ব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায়। যেখানে প্রধান অথিতির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এবং খাদিমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইলিয়াস সাহেব, ইসলামী ব্যাংকের ডিএমডি ইকবাল কবীর মোহন।

অনুষ্ঠানে বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, মাও. মিজানুর রহমান, মুহিউদ্দীন কাসেম, ড. মনজুরে ইলাহি, মাও. লিয়াকত আলীসহ দেশবরেণ্য আরো অনেক উলামায়ে কেরামের সুভাগমন ঘটবে।

সভাপতিত্ব করবেন এশিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশের ভিসি ড. আবুল হাসান মুহা. সাদেক।

খেলার মাঠেই নামাজ; ইমাম রিয়াদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ