সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক অব্যহত থাকবে: বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে বাদশাহ সালমান সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ মৌলিক সম্পর্ক অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হেনজেল সোমবার বাদশাহ সালমানের অফিসিয়াল বাসভবনে এক বৈঠকে বক্তব্য রাখেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সৌদি আরবের ২০৩০ সালের লক্ষ্যকে সমর্থন করে। সৌদি সরকার তার দৃষ্টিভঙ্গি ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা পাবে। আমরা বিশ্বাস করি যে, উভয় দেশ আমাদের অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে উপকৃত হবে এবং এই অংশীদারিত্ব বাড়তে থাকবে। তিনি আরো বলেন, সৌদি আরবের উন্নয়নের জন্য সরকার এর নতুন পরিকল্পনা পুরো বিশ্বে নতুন করে পরিচিতি অর্জন করবে।

তিনি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য বাদশাহকে জোর আবেদন জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। আমরা তা আরো এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৬৬ হাজার সৌদি শিক্ষার্থী রয়েছে। আমরা এই সম্পর্কের আরো উন্নতি চাই। বাদশাহ সালামন যুক্তরাষ্ট্রের দূতের বক্তব্যকে সমর্থন করে দু’দেশের সম্পর্ক অব্যহত ও শক্তিশালী করার ঘোষণা দেন।

 

সূত্র:  আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ