বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক অব্যহত থাকবে: বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে বাদশাহ সালমান সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ মৌলিক সম্পর্ক অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হেনজেল সোমবার বাদশাহ সালমানের অফিসিয়াল বাসভবনে এক বৈঠকে বক্তব্য রাখেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সৌদি আরবের ২০৩০ সালের লক্ষ্যকে সমর্থন করে। সৌদি সরকার তার দৃষ্টিভঙ্গি ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা পাবে। আমরা বিশ্বাস করি যে, উভয় দেশ আমাদের অন্যান্য দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে উপকৃত হবে এবং এই অংশীদারিত্ব বাড়তে থাকবে। তিনি আরো বলেন, সৌদি আরবের উন্নয়নের জন্য সরকার এর নতুন পরিকল্পনা পুরো বিশ্বে নতুন করে পরিচিতি অর্জন করবে।

তিনি দু’দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য বাদশাহকে জোর আবেদন জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। আমরা তা আরো এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ৬৬ হাজার সৌদি শিক্ষার্থী রয়েছে। আমরা এই সম্পর্কের আরো উন্নতি চাই। বাদশাহ সালামন যুক্তরাষ্ট্রের দূতের বক্তব্যকে সমর্থন করে দু’দেশের সম্পর্ক অব্যহত ও শক্তিশালী করার ঘোষণা দেন।

 

সূত্র:  আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ