বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

বেনাপোলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জুয়েল চন্দ্র শীল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইমিগ্রেশনের রেড এলার্ট পাওয়া জুয়েল চন্দ্র শীল (২৬) নামে এক বাংলাদেশি যুবক। জুয়েল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলা নং- ৩৯ তারিখ-১৫/০২/১৫। ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, ওই মামলায় এতদিন তিনি পলাতক ছিলেন। তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য স্থল ও বিমান পথে তার নামে রেড এলার্ট জারি করে পুলিশ। পরে মামলার ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জুয়েল চন্দ্র শীলের নামে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পেরে দেশের সকল ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে জুয়েল চন্দ্র শীলকে ফেনীতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়েল চন্দ্র শীলকে গ্রেপ্তারের খবর ফেনী সদর থানায় জানানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ