রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

সুখি দেশের তালিকায় পিছিয়ে গেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: সুখী দেশের তালিকা থেকে পাঁচ ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। গত বছর তালিকায় ১১০তম অবস্থানে ছিল বাংলাদেশ, তবে এবার ১১৫তম অবস্থানে নেমে এসেছে। বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে পেছনে ফেলে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৫তম। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিশ্বের ১৫৬টি দেশের ওপর জরিপ শেষে ২০ই মার্চ আন্তর্জাতিক সুখ দিবসকে সামনে রেখে বুধবার ২০১৮ সালের এ তালিকা প্রকাশ করেছে।

সুখী দেশের তালিকায় প্রথমই আছে ফিনল্যান্ড। নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইরাজারল্যান্ডের অবস্থান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে।

শ্রীলঙ্কা, মিয়ানমার ও ভারতের অবস্থান যথাক্রমে ১১৬, ১৩০ এবং ১৩৩-এ। পাকিস্তান ও নেপালের অবস্থান ৭৫ ও ১০১তম।

এছাড়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আছে ১৮ ও ১৯ তম স্থানে।আর তালিকার সবার শেষে বুরুন্ডির অবস্থান।

মাথা পিছু আয়, সামাজিক নিরাপত্তা, জনগণের সুস্থ জীবনের প্রত্যাশা, সামাজিক স্বাধীনতা, ঘুষ ও দুর্নীতির অনুপস্থিতির হার বিবেচনায় নিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিশ্বের ১৫৬টি দেশের ওপর এই জরিপ শেষে আগামী ২০ মার্চ বিশ্ব সুখী দিবসকে সামনে রেখে ১৭২ পৃষ্ঠার এ প্রতিবেদনটি প্রকাশ করা হল।

সূত্র : সময় টিভি

আরো পড়ুন

বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সের মান যেসব কারণে অনুন্নত

‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ