বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


উন্নয়নের মহাসড়ক খানাখন্দকে ভরা : এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বিকেলে জাপা চেয়ারম্যান বগুড়ার পর্যটন মোটেলে রাজশাহী ও রংপুর বিভাগের জাতীয় পার্টির প্রতিনিধি সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বড় দুদলকে অভয় দিয়ে বলেন, তার দল ও তিনি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ও বিএনপি নিরাপদ থাকবে।

হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলের তুলনা করে বলেন, আজ কোনো ব্যাংকে টাকা নেই। খোদ সরকারের এক মন্ত্রীর ব্যাংকের টাকা উধাও হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে ডাকাতি হলো । কারা এই ডাকাতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ এখনও জানতে পারেনি। শেয়ার মার্কেটের টাকা প্রভাবশালীদের পকেটে উঠেছে। তার কোনো বিচার আজও হয়নি।

আজ উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলা হয়। কিন্তু উন্নয়নের মহাসড়কে খানাখন্দকে ভরা। ছয় ঘণ্টার রাস্তায় সময় লাগে ১২ ঘণ্টা। এ অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। সেজন্য দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ