বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ছোট বাচ্চাদের নিয়ে মসজিদে যাওয়া; ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: অনেক সময় দেখা যায় বাবা তার আদরের ছোট বাচ্চাকে নিয়ে নামাজে আসেন।কখনো বাবা না চাইলেও ছোট বাচ্চারা জেদ করে চলে আসে বাবা পেছন পেছন। দেখা যায় একই মসজিদে কয়েকটি শিশু চলে এসেছে।

বাচ্চারা স্বভাবসুলভ দুষ্টুমি, ছুটোছুটি বা কান্নাকাটি করতে থাকে। এতে সাধারণ মুসল্লাীদের নামাজের একাগ্রতা নষ্ট হয়।   তো আসুন জেনে নিই এ ব্যাপারে  ইসলাম কী বলে।

ইসলামি শরিয়াহর বিধান বলে, ছােট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার অনুমতি নেই। কেননা এর দ্বারা মসজিদের আদব ইহতেরাম নষ্ট হয় এবং যে নিয়ে এসেছে তার মন নামাজে স্থির থাকে না। খুশু-খুজু থাকে না। বরং বাচ্চার দিকেই মন থাকে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তােমরা মসজিদকে বাচ্চা ও পাগলদের থেকে রক্ষা কর। (ইবনে মাজাহ: হাদিস নং ৭৫০) বাচ্চার দ্বারা মসজিদ নাপাক হওয়ার আশংকা হলে এমন বাচ্চা নিয়ে আসা হারামপর্যায়ের গোনাহ হবে; অন্যথায় মাকরুহ।

তবে যদি বাচ্চা বুঝমান হয়, মসজিদের আদব-ইহতেরাম রক্ষা করে নামাজ পড়ে, এমন বাচ্চা নিয়ে এলে কোন অসুবিধা নেই। বরং বুঝমান শিশুদের নামাজে উৎসাহিত করতে ইসলাম নির্দেশ দিয়েছে।

সূত্র: ইবনে মাজাহ শরিফ: ৭৫০, রদ্দুল মুহতার: ১/৬৫৬, ফাতাওয়া। ৯/১২০, আল-বাহরুর রায়েক ২/৩৪, হাশিয়াতুত-তাহবি আলাদ্দুর: ১/২৭৭, আপকে মাসাইল আওর উনকা হল: ৩/২৭৬, মাসাইলে মাসাজিদ: ১৬৯।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ