রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

প্রিয় নবী সা. মোট কয়টি হজ ও উমরা করেছিলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রিয় নবী মুহাম্মাদ সা. মোট চারটি উমরা করেছেন। প্রতিটি জিলকদ মাসে। প্রথমটি ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময়। কাফেরদের বাধার কারণে বাইতুল্লায় এ বছর যাওয়া হয়নি। হুদায়বিয়াতেই তিনি ইহরাম ছেড়েছিলেন।

দ্বিতীয় উমরা করেছেন পরবর্তী বছর। তৃতীয় উমরাতু জিইররানা। হুনাইন থেকে ফেরার পথে জিইররানা থেকে ইহরাম বেঁধে ছিলেন। চতুর্থটি বিদায় হজের সাথে করেছেন।

সর্বমোট উমরা চারটি হলেও পৃথক সফরে পূর্ণ উমরা হয়েছে মোট দুইটি। আর হিজরতের পর প্রিয় নবী সা. একটি মাত্র হজ করেছেন। সেটি হল বিদায় হজ। বিদায় হজ দশম হিজরীতে হয়েছে।

হিজরতের আগে কয়টি হজ করেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায় না। জামে তিরমিযীর এক বর্ণনায় দুইটির কথা আছে। তবে অন্যান্য দলীল দ্বারা তাবেয়ীন ও মুহাদ্দিসগণ আরো বেশি সংখ্যক হজ্বের কথা উল্লেখ করেছেন।

এমনকি ইবনে আমীর রহ. বলেন, ‘রাসূলুল্লাহ সা. হিজরতের আগে প্রতি বছরই হজ্ব করতেন। এটাই স্বাভাবিক। এর সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানেন।’

তথ্য সূত্র : সহীহ বুখারী ১/২৩৮; সহীহ মুসলিম ১/৩৯৪; জামে তিরমিযী ১/১৬৮; সুনানে ইবনে মাজাহ পৃ. ২২০; মাআরিফুস সুনান ৬/২০; ফাতহুল বারী ৩/৭০২; উমদাতুল কারী ১০/১১৩; যাদুল মাআদ ৩/২৫৬; আলবিদায়া ওয়ান নিহায়া ৭/৪০৬; সুবুলুল হুদা ওয়ার রাশাদ ৮/৪৪৪-৪৪৯; শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ ৪/১৪১; আল কামিল ফিততারীখ ২/৩০৫/ পরিবর্তন ডটকম।

আরও পড়ুন : অতিরিক্ত ১ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ