শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি দেলোয়ার হোসাইনের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ রাজধানী মিরপুরে ১ এ অবস্থিত জামি'আ ইসলামিয়া দারুল ফালাহ-এর নতুন শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান (ইফতিতাহ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদে আকবর কমপ্লেক্স এর মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেন, বড় আলেম হওয়া, ভালো চাকরী পাওয়া কিংবা মোটা অংকের বেতন পাওয়ার চিন্তা নিয়ে ইলম অর্জন করা যায় না। এসব চিন্তা ইলম অর্জনের পরিপন্থী। শিক্ষার্থীদের অন্তরে শুধুমাত্র একটি নিয়ত বদ্ধমূল থাকবে - ‘আমার আল্লাহর আদেশে আমি ইলম অর্জন করছি ।’

মুফতি দেলোয়ার হোসাইন বলেন,  আমার উস্তাদ  মুফতি তাকি উসমানী বলতেন, “দুনিয়া হল ছায়ার মত। ছায়ার পেছনে ছুটলে তা ধরা সম্ভব নয়। দৌড় দেয়ার গতি যত হবে, ছায়ার গতি তত হবে। বিপরীতে দৌড় দেয়ার দিক পরিবর্তন করে ছায়ার বিপরীতে যদি দৌড় দেয়া হয়, তাহলে ছায়াই ব্যক্তির পেছনে দৌড়ানো শুরু করেব।” এটাই দুনিয়ার উদাহারণ বলে তিনি যোগ করেন।

শিক্ষার্থীদের নিয়তে পরিশুদ্ধতা ও ইখলাস অর্জনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া বিমুখতা অন্তরে ইখলাস ও নিয়তে পরিশুদ্ধতা সৃষ্টি করে। যা তালিবুল ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি, আল্লাহ আমাদের অন্তরকে উত্তম ইলম অর্জনের পাত্র হিসেবে কবুল করবেন।

আরও পড়ুন : পাকিস্তান গঠনের উদ্দেশ্য অর্জন হয়নি: মুফতি তাকি উসমানি 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ