শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

একা থাকার ভয়ে ভার্চুয়াল বন্ধুদের সাথে থাকার বিষয়টিই ভয়ংকর একাকীত্বের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহরীন ফেরদৌস

একাকী জীবন যাপন করা কখনোই কোনো সমস্যা না।

আপনি যদি বই পড়েন, ছবি আঁকেন কিংবা কোনো ভালো কিছু নিয়ে সময় কাটান। মানুষের ভালোর জন্য কোনো কাজ করেন তা অবশ্যই আপনাকে ভালোলাগা দিবে। বরং একা থাকার ভয়ে সব সময় ভার্চুয়াল বন্ধুদের নিয়ে থাকার বিষয়টিই ভয়ংকর একাকীত্বের। এর চেয়ে একাকী কিছু নেই বাস্তব জীবনে।

তাই, আপনি যখন রাস্তায় থাকবেন, নিজেকে একা ভাবতে শুরু করুন, মনে করুন পকেটে কিংবা কাঁধব্যাগে কোন ফোন বা কম্পিউটার নেই। প্রতিবার চেষ্টা করুন নিজের হাতের দিকে তাকাতে, পথের দিকে তাকাতে। এমনকি রাস্তা খুঁজতে ফোন ব্যবহারের প্রয়োজনীয়তা বাদ দিন। ফোনের কললিস্ট বা অ্যাডরেস লিস্টে থাকা কোন মানুষকে ফোন করার কথা সাময়িকভাবে ভুলে যান। রাস্তায় পাশে হেঁটে যাওয়া মানুষকে আগ বাড়িয়ে জিজ্ঞেস করুন,

‘এই পথটা আমাকে কোথায় নিয়ে যাবে? কিংবা আমার গন্তব্য ওখানে। আর কতদূর বাকি?’ নিশ্চিত থাকুন, সে আপনাকে পথ বলে দিবে।

কিছু কিছু সময় প্রযুক্তি কে বাদ দিয়ে সেকেলে থাকা মন্দ কিছু নয়। বরং, দারুণ কিছু। এবং সেটাই স্বাভাবিক। যখন এত উন্নত প্রযুক্তি ছিল না, কাগজে ছাপানো ম্যাপ দেখে, পথচারী কে জিজ্ঞেস করে কি গন্তব্য পাওয়া যায় নি! তাহলে এখন কেন সম্ভব নয়!

ডিজিটাল পৃথিবী আমাদের সব কিছু দিতে পারে, আর একই সাথে মুছে দিতে পারে অনুভূতি অনুভব করার শক্তি। আমরা প্রতিদিন ফোন বা কম্পিউটারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাই, অথচ বাস্তবে প্রিয় মানুষ, বন্ধু বা প্রিয়জনদের সাথে দেখা করার কথা ভাবার সময় পাই না।

প্রতারণার এই জীবন কাটানোর কোনো মানে হয় না। আর তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইক বা লাভ ইমো দিয়ে নিজের ভালোবাসা প্রকাশের চেয়ে বরং মন থেকে মানুষকে ভালোবাসা জরুরি।

মাহরীন ফেরদৌসের ফেসবুক ওয়াল থেকে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ