শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: ভারতে টেলিভিশনের লাইভ টকশোতে নারী আলোচকের গায়ে হাত তোলার দায়ে মওলানা এজাজ আরশাদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৮ জুলাই) জি হিন্দুস্তান চ্যানেলের অভিযোগের প্রেক্ষিতে ওই চ্যানেলের অফিস থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মওলানা এজাজ আরশাদ কাসেমী ভারতের বিভিন্ন টেলিভিশন টক শো নিয়মিত আলোচনা করে থাকেন। গতকাল জি হিন্দুস্তান টেলিভিশনের লাইভ টকশোতে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে ডাকা হয় নারী অধিকারকর্মী এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ফারাহ ফাইজকে।

মুসলিমদের 'তিন তালাক' তালাক নিয়ে বিতর্কের এক পর্যায়ে দু'জন উত্তেজিত হয়ে পড়েন। তবে এই নারী আইনজীবী মওলানা কাসেমীকে থাপ্পড় মারলে, মাওলানা কাসেমীও তাকে  চড় মারেন।  ঘটনার পর চ্যানেল কর্তপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ওই অফিস থেকেই মওলানাকে গ্রেপ্তার করা হয়।

ফাতওয়া অনলাইন ডটকমের তথ্য অনুযায়ী, মাওলানা এজাজ আরশাদ কাসেমীকে ভারতীয় মুসলিমদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়। তিনি ঊর্দূ সাহিত্য, ইসলামিক ফিকাহ এবং তাফসির বিষয়ের বিশেষজ্ঞ বলে ওয়েবসাইটটি দাবি করেছে।

মাওলানা কাসেমী অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড-এর সদস্য হওয়ার সাথে সাথে  দীর্ঘ দিন থেকে বিভিন্ন টকশোতে আলোচনা করে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি পেয়েছেন।

তিনি ড. জাকির নায়েক প্রতিষ্ঠিত পিচ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী। যেখান থেকে ফাতওয়া অনলাইন নামক ওয়েব সাইটটি পরিচালিত হয়ে থাকে।

এছাড়াও তিনি ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব ইডিটর এবং মিডিয়া এডভাইজার হিসেবে কাজ করেছেন।  মাওলানা এজাজ আরশাদ কাসেমী  একাধিক পুস্তক রচনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ