শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

কেরালায় জমিয়ত হিন্দের ত্রাণকাজে মুখ্যমন্ত্রীর ‍ভূয়সী প্রশংসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ভারতের কেরালায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের পাশে শুরু থেকেই ছিল জমিয়তে উলামা হিন্দ। প্রথম দিন থেকেই তাদের নানারকম সাহায্য করে আসছে জমিয়ত। দলটির এমন কাজে ভূয়সী প্রশংসা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সম্প্রতি জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়‌্যেদ মাহমুদ মাদানীর নেতৃত্বে একটা প্রতিনিধিদল কেরালার মুখ‌্যমন্ত্রী পানিরাই বিজনের সাথে তেরান্দারামে তার অফিসে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, জমিয়তের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, মাওলানা ইবরাহীম, মাওলানা সুফিয়ান কাসেমী, মাওলানা যাকারিয়া, মাওলানা শিব্বীর, এডভোকেট শিহাবুদ্দীন, মাওলানা রাশেদ ও মাওলানা আব্দুননাফে।

জমিয়তের প্রতিনিধি দল মন্ত্রীর সামনে একটি প্রস্তাবনা পেশ করেন, যেখানে বিশেষভাবে বন্যা দুর্গতদের বাসস্থানের কথা উল্লেখ করা হয়েছে। যেন তারা এ সময় একটু ভালোভাবে থাকতে পারে এবং তাদের জীবন বাঁচাতে পারে।

খাশোগি ইস্যু; সৌদির বিরুদ্ধে কী করতে পারেন এরদোগান?

এছাড়াও যাদের ঘর নেই বা সামান্য বৃষ্টি এলেই যাদের বসবাসে সমস্যা হচ্ছে তাদের কথাও উল্লেখ করা হয়েছে প্রস্তাবনায়। উল্লেখ্য, রাজ‌্য সরকারের পক্ষ থেকে তাদের অনুদানের কথা বলা হলেও ক্ষতিগ্রস্ত অনেকেই এ অনুদান পাননি।

জানা গেছে, জমিয়ত এ পর্যন্ত পাঁচ কোটি টাকার বেশি কাজ করেছে এবং এখনও করছে। তবে এখন শেষ পর্যায়ে যেটি করা হচ্ছে তা হল বন‌্যার্তদের ঘর নির্মাণ করে দেয়া। ইতোমধ‌্যেই অবশ‌্য কয়েকশ ঘর নির্মাণ শেষ হয়েছে।

জমিয়তের এক মুখপাত্র বলেন, জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী প্রথমদিন থেকেই বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের নিয়মিত সাহায্য করে অাসছেন। বন্যার্তদের প্রয়োজন পূরণে এখনও তার সর্বোচ্চ প্রচেষ্টা আছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রিলিফের সবকিছু বন্যার্তদের কাছে ঠিকঠাক পৌঁছানোর জন্য তিনটি টিম গঠন করেছে জমিয়তে উলামা হিন্দ। তারা নিয়মমতো সব কাজ এগিয়ে নিচ্ছে।

এখন সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা পেলে আমরা আমাদের কাজকে আরো এগিয়ে নিতে পারবো বলেও মন্তব্য করেন তিনি।

জমিয়তের সেক্রেটারী মাওলানা হাকীমুদ্দীন কাসেমী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন এবং এ জন্য জমিয়তকে স্বাগতও জানিয়েছেন তিনি। খুব দ্রুতই সরকারের সঙ্গে যোগাযোগ করে জমিয়তকে এ কাজে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জমিয়ত হিন্দের অর্থ সহায়তার মুক্তি পেলো দুই কয়েদি

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ