শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধমান ভাষাগুলোর মধ্যে বাংলা ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষী অধিবাসীর সংখ্যা বাড়ছে। দেশটিতে সাত বছরের ব্যবধানে শতকরা ৫৭ ভাগ বেড়েছে বাংলাভাষী

ইংরেজি ছাড়া দ্রুত ছড়িয়ে পড়া ভাষাগুলোর মধ্যে বাংলা দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির করা এক প্রতিবেদনে বলা হয়, দ্রুত ছড়িয়ে পড়ার দিক থেকে যুক্তরাষ্ট্রে প্রথম অবস্থানে আছে দক্ষিণ ভারতের ভাষা তেলেগু। ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ওই ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৮৮ শতাংশ বেড়েছে।

মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য-উপাত্তের বরাতে খবরটি পরিবেশন করে বিবিসি।

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে কোন ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কতটা বেড়েছে, এর হিসাব একটি তথ্যচিত্রে বাংলা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ওই তথ্যচিত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে।

তালিকায় বাংলার পরে রয়েছে তামিল (৫৫%)। এর পর ধারাক্রমে আরবি, হিন্দি, উর্দু পাঞ্জাবি, চীনা, গুজরাটি ও হাইতিয়ান। এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০-৪০ শতাংশের মতো।

তবে ইংরেজি ছাড়া যেসব ভাষায় যুক্তরাষ্ট্রে বেশি মানুষ কথা বলে, এর প্রথম দশের তালিকায় তেলেগু বা বাংলা নেই, এমনটিই জানিয়েছে বিবিসির ওই রিপোর্ট।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন জনশুমারি অধিদপ্তরের ২০১৭ সালের তথ্য অনুযায়ী, ইংরেজি ভিন্ন ভাষাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ। এর পরই রয়েছে চীনা ভাষা। আরবি পঞ্চম আর হাইতিয়ান রয়েছে দশম অবস্থানে।

‘২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ