শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ২১ চৈত্র ১৪৩১ ।। ৬ শাওয়াল ১৪৪৬


সেনা মোতায়নের পরেও হামলা অপ্রত্যাশিত: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনা মোতায়ানের পরও সারা দেশে ঐক্যফ্রন্ট প্রার্থীদের ওপর হামলার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

সোমবার বিকেলে রাজধানীল বিজয়নগরে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন ড. কামাল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সারা দেশে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে।

সব দলের জন্য সমান সুযোগ হয়নি অভিযোগ করে তিনি বলেন, সরকার সুষ্ঠ নির্বাচন চায় না। তবে যত বাধাই আসুক ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে ঘোষণা দেন কামাল। এদিকে, সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনকে প্রহসেন পরিণত করেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ