শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

হাটহাজারীতে 'উম্মাহের বিপর্যয়, কারণ ও প্রতিকার' নিয়ে সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীতে ‘উম্মাহর বিপর্যয়, কারণ ও প্রতিকার’ নিয়ে সেমিনার হবে আজ বৃহস্পতিবার। হাটহাজারী মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এতে আরও বক্তব্য রাখবেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল্লাহ নজীব, চট্টগ্রাম দারুল মা'আরিফ আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ড. আল্লামা জসিম উদ্দীন নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক, আরবী বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর কালভী, রাজনৈতিক বিশ্লেষক সগীর আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, ইঞ্জিনিয়ার রফিক, যুবনেতা মামুনুর রশিদ প্রমুখ।

এ ছাড়া, সেমিনারে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন প্রবন্ধকার ও ইসলামী রাজনীতি বিশ্লেষক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনার শেষে সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ