শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মাউসের মধ্যেই আস্ত কম্পিউটার( ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্পবেরি পাই ব্যবহার করে ছোট্ট মাউসের মধ্যেই আস্ত এক কম্পিউটার বানিয়ে ফেলেছেন এক ব্যাক্তি। একটি মাউসের মধ্যে আস্ত কম্পিউটার তৈরী করে টেক দুনিয়ার নজর কেড়েছেন ঐ ব্যাক্তি। নাম ডিভাইসের রেখেছেন ‘দ্য কম্পিউটার মাউস'। মাউসের মাঝেই রয়েছে একটি ছোট ডিসপ্লে আর পাশে রয়েছে একটি কি-বোর্ড। প্রয়োজনে এই বি-বোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়।

ইউটিউবে  ‘Electronic Grenade' নামে একটি চ্যানেলে এই কম্পিউটার মাউসের ভিডিও প্রকাশ করা হয়েছে। মাউসের ভিতরে ব্যবহার হয়েছে একটি রাস্পবেরি পাই জিরো। থাকছে একটি 1 GHz প্রসেসার। তবে সাধারন মাউসের থেকে আকারে বড় ‘দ্য কম্পিউটার মাউস'। বিশেষ ভাবে থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে এই মাউস তৈরী করা হয়েছে।

মাউসের সামনে রয়েছে একটি দেড় ইঞ্চি OLED ডিসপ্লে। মাউসের নীচে বাঁ দিকে থাকছে একটি স্লাইডিং কি-বোর্ড।

এই কম্পিউটার ব্যবহার করে Miracarft গেম খেলে দেখিয়েছেন তিনি। পাওয়ার অন করার পরে ‘দ্য কম্পিউটার মাউস' বুট হতে ৪০ সেকেন্ড সময় লেগেছে। এছাড়াও কম্পিউটারে একাধিক টাইপিং এর কাজও করতে দেখা গিয়েছে এই ভিডিওতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ