শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্মাণ শ্রমিক আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন কমিটি নবায়ন করেন।

আলহাজ্ব নজরুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব শফিকুল আমীন খানকে সিনিয়র সহ-সভাপতি, শাহাদুজ্জামান মোল্লাকে সেক্রেটারী এবং হাজী রুহুল আমীনকে সাংগঠনিক সম্পাদক করে নির্মাণ শ্রমিক আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন নির্মাণ শ্রমিকদের আইডি কার্ড প্রদান, দুই ঈদে বোনাসসহ ক্ষতিগ্রস্ত নির্মাণ শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ দেয়ার জন্যও দাবি জানান।

তিনি বলেন, সরকার ওয়াজ মাহফিলে ওয়ায়েজিনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওয়ায়েজিনের কন্ঠ স্তব্ধ করে দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫ জনের তালিকার মধ্যে মুফতি ফয়জুল করিমের নামও রয়েছে। অবিলম্বে এ নাম বাদ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত মুফতি ফয়জুল করিমের নাম বাদ না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নির্মাণ শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, মুহাম্মদ হারুন অর রশিদ, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা মুহা. ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মুফতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ