মঙ্গলবার, ২০ মে ২০২৫ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২২ জিলকদ ১৪৪৬


রাসুলকে কটুক্তিকারী সেই বক্তা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাহফিলে ওয়াজ করতে গিয়ে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে কটুক্তিকারী গ্রেপ্তার হওয়া বক্তা হাবিবুর রহমান রেজভিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানমের খাস কামরায় সোমবার বিকালে গ্রেপ্তারকৃত এ বক্তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে গতাকাল রোববার বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের গেঞ্জিমহাল থেকে তাকে আটক করা হয়েছিল।

আদালতের জিআরও এএসআই মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে গণ্মাধ্যমকে জানান, আসামির পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, হাবিবুর রহমান রেজভি কটিয়াদী উপজেলার গোয়াতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক খানকার বিতর্কিত পির হিসেবে পরিচিত। মাজারপূজারীদের বিভিন্ন মাহফিলে সে ওয়াজ করে। এমনই এক মাহফিলে ওয়াজ করতে গিয়ে সে বলে, মহানবি সা. মুসলমান ছিলেন না। এমন বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়।

রোববার দুপুরে কটিয়াদী বাজারের গেঞ্জিমহালে হাবিবুর রহমানকে দেখে ধর্মপ্রাণ মানুষ তার ওপর চড়াও হন এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এলাকাবাসী জানান, হাবিবুর রহমান রেজভি একই মঞ্চে কোরআন তেলাওয়াত, ওয়াজ, পুরুষ ও মহিলা নিয়ে গানবাজনা করে থাকে। তার অনুসারীরা কালো পাঞ্জাবি ও টুপি পরিধান করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ