শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মুম্বাইয়ের হাসপাতালে মাওলানা হেমায়েত, দেশবাসীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বর্তমানে ভারতের মুম্বাইতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন মুম্বাই এর বিশেষজ্ঞ ডাঃ আদভানীর তত্বাবধায়নে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে  মাসিক মদীনার পয়গাম সম্পাদক ও ইসলামী পত্রিকা পরিষদ এর জয়েন্ট সেক্রেটারী শহিদুল ইসলাম কবিরকে ফোন করে জানান, “মুম্বাই এর বিশেষজ্ঞ ডাঃ আদভানীর দ্রুত এ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই। তিনি পরীক্ষা নিরীক্ষা পেট সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বলেন, আমার অতীতের চিকিৎসায় তেমন উন্নতি হয়নি। তাই তিনি ঔষধ বদল করে নতুন করে কেমো নিতে বলেন।”

“এজন্য আমি ডাঃ আদভানীর হসপিটালে ভর্তি হয়ে যাই। আজ প্রথম বার ৬ ঘন্টা বসে কেমোথেরাপি নিয়েছি। আরো ২ দিন কেমোথেরাপি নিতে হবে। তিন দিনে ৬ ঘন্টা করে মোট ১৮ ঘন্টা কেমোথেরাপি নিতে হবে। এতে আমার শরীরের উপর বড় ধকল যাবে।” বললেন এটিএম হেমায়েত।

মাওলানা হেমায়েত বলেন, কেমোথেরাপির পাশ্বপ্রতিক্রিয়ায় কি হবে আল্লাহ রাব্বুল আলামীন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামীন যাতে আমাকে সুস্থ করে দেশে ফিরিয়ে নেন সে জন্য সকলকে দুয়া করতে বলবা।”

প্রসঙ্গত, ইতপূর্বেও মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০০২ এ মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ