শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটিসহ বেফাকের ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সম্প্রতি অনাকাঙ্খিতভাবে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-এর (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) চলমান ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফজিলত ২য় বর্ষের (মেশকাত জামাত) প্রশ্নফাঁসের অভিযোগের ভিত্তিতে বেফাক একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে।

আজ (১৬ এপ্রিল) সকাল ১০টায় যাত্রাবাড়ীর কাজলায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদশের কেন্দ্রীয় কার্যালয়ে বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে খাস কমিটির একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রশ্নফাঁসের ঘটনায় ১০ সদস্যের উচ্চক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠনসহ ৩টি সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী। অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, বেফাকের মহসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন।

বৈঠকে উপস্থিত আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আওয়ার ইসলামকে জানান, তদন্ত কমিটি প্রাথমিকভাবে প্রশ্নফাঁসে জড়িত ময়মনসিংহের ২ জন ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের জবানবন্দির ভিত্তিতে সামনে তদন্তের কাজ অগ্রসর হবে।

বৈঠকে গৃহীত অন্য দুটি সিদ্ধান্ত হল- ২. সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে যারা চিহিৃত হয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।  ৩. গত ১৩ এপ্রিল (শনিবার) বেফাকের পক্ষ থেকে ফজিলত ২য় বর্ষের (মেশকাত জামাত) পরীক্ষা বাতিল করার পরও চট্রগ্রামের হাটহাজারী মাদরাসাসহ সারাদেশের আরও কয়েকটি কেন্দ্রে ওই শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়। আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সে সকল কেন্দ্রের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

বৈঠকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা নুর হোসাইন কাসেমী, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, বেফাকের মহসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন,ময়মনসিংহের মাওলানা আব্দুল হক, বেফাকের কোষাধ্যক্ষ মাওলানা মনির আহমদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৮ এপ্রিল থেকে সারাদেশে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় ফজিলত ২য় বর্ষের (মেশকাত জামাত) জামাতের সকল পরীক্ষা বাতিল করে বেফাক কর্তৃপক্ষ। আগামী ২৩ এপ্রিল থেকে ওই শ্রেণীর পরীক্ষা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ