শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

ভারতে মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারের দাবিতে মামলা, সুপ্রিম কোর্টের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে, এমনই একটি দাকি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এক মুসলিম দম্পত্তি। দুই আবেদনকারীর নাম ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে।

মামলার প্রেক্ষিতে শুনানির পর কেন্দ্র ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি এসএ বোবডে ও এস আবদুল নাজিরের গঠিত বেঞ্চে এই মামলার শুনানী অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন, এই মামলা তারা শুনতে রাজি হয়েছেন সবরিমালা নিয়ে রায় সামনে এসেছে বলেই। এক মুসলমান দম্পতি সর্বোচ্চ আদালতে মামলাটি করেছে। তাদের দাবি, ভারতের মসজিদে মহিলাদের প্রবেশাধিকার না থাকা বেআইনি। তা সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫ ও ২৯ নম্বর ধারাকে লঙ্ঘন করছে।

আবেদনে বলা হয়েছে, পবিত্র কুরআন বা হজরত মুহাম্মদ সা. হাদিসের কোথাও মহিলাদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়নি।

মামলা দায়েরকারীদের আবেদনের মূল নির্যাস একটাই, মসজিদে লিঙ্গবৈষম্য নির্মূল করা। আবেদনে বলা হয়েছে, মসজিদে মহিলাদের ঢুকতে না দেওয়া বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে মহিলাদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। নিজেদের দাবির সাপেক্ষে পিরজাদে দম্পতি কোরান এবং হাদিস দু'জায়গা থেকেই উদাহরণ দিয়েছেন।

বর্তমানে জামাত-ই-ইসলামি ও মুজাহিদ গোষ্ঠীর নারীরা মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারেন। তবে সুন্নি মহিলারা তা পারেন না।এমনকী কোনো মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হলেও তাদের জন্য আলাদা জায়গা থাকে। প্রবেশ ও প্রস্থানের পথ আলাদা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ