শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭

শিরোনাম :

কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপির মুখপাত্রকে জুতা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খোদ বিজেপির কার্যালয়ে দলের নেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দলের কর্মীরা জুতো নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও কয়েক মিনিটের জন্য সভায় তুমুল হইচই শুরু হয়।

আজ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও।

সংবাদ সম্মেলনে দেশে হিন্দুদের বদনামের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি। প্রজ্ঞা সিং ঠাকুরের প্রসঙ্গ তুলে তিনি কংগ্রেসকে নিশানা করেন। সেই সময়েই তার দিকে একটি জুতো উড়ে আসে।

আচমকা ওই ঘটনায় সাংবাদিক সম্মেলনে অবস্থানরত লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। এর মধ্যেই জুতো নিক্ষোপকারীকে ধরে ফেলেন কর্মকর্তারা। তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান।

জুতা নিক্ষেপকারী ব্যক্তি একজন চিকিৎসক বলে জানা গেছে। শক্তি ভার্গভ নামের ওই ব্যক্তির কাছে কানপুরের হাসপাতালের একটি ভিজিটিং কার্ড পাওয়া যায়।

সূত্র:জি নিউজ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ