শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন ও আল আকসা রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে: শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  আল-কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া এর চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর ড. শরীফ আমীন আবু শাম্মালা'র সাথে এক সৌজন্য সাক্ষাত করেন ‘ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ’ এর আহ্বায়ক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও যুগ্ন আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মাসুদ।

ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ড. শরীফ আমীন বলেন, 'দশকের পর দশক একটি স্বাধীন মাতৃভূমির স্বপ্ন দেখতে দেখতে ফিলিস্তিনিরা আজও যুদ্ধের ময়দানে লড়াইরত।

প্রতিদিন ইহুদী জায়নবাদী সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনি নারী শিশুর রক্ত ঝরছে। তাদের মুক্তির সে স্বপ্ন কবে যে পূরণ হবে তা বলা বেশ কঠিন।

তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ছেলে ড. মুখরিজ বিন মাহাথিরের নেতৃত্বে 'আল কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া' কাজ করে যাচ্ছে। আমরা 'ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ'কে স্বাগত জানাচ্ছি। কারন উভয়ের লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন।'

ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশের আহ্বায়ক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, 'আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলতেন, 'আমরা আজ গর্বিত যে মধ্যপ্রাচ্যে আমরা আরবদের এবং প্যালেস্টাইনিদের পাশে রয়েছি'।

বঙ্গবন্ধুর এই চেতনাকে ধারন করে 'ফিলিস্তিন সলিডারিটি কাউন্সিল বাংলাদেশ' ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে, যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব জনমত গঠন করবে।সর্বোপরি ফিলিস্তিন ও আল আকসা রক্ষায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে'

এদিকে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী 'আল-কুদস ফাউন্ডেশন মালয়েশিয়া'র একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাদের একটি দল অচিরেই বাংলাদেশ সফরের আশ্বাস দেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ