শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

নান্দাইলে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হযরত আলী নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় শফিকুল ও সাইদুল নামে দুই পুলিশ সদস্য আহত হন বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছেন।

নিহত হযরত আলী উপজেলার সাভার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার সাভার গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে এই কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০০ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ দাবি করেন, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এ সময় ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইট ছুড়তে থাকে। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন।

‘পরে পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে। একপর্যায়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় পাওয়া যায়।’

ওসি আরো বলেন, পরে আহত হযরত আলীকে নান্দাইল থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ওসি কামাল আকন্দ আরো দাবি করেন, নিহত হযরত আলীর বিরুদ্ধে নান্দাইল থানায় মাদকসহ দশটিরও বেশি মামলা রয়েছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ