বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত পুলিশের বাধার মুখে ইসলামি ৮ দলের গণমিছিল মিছিল নিয়ে যমুনার পথে যাচ্ছে ৮ ইসলামী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেফতার বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপের স্থগিত হওয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার জয়ী হয়েছেন।

গতকাল রোববার (৫ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা দেয়া হয়।

এদিন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এতে বিচ্ছিন্ন ঘটনা আর প্রিজাইডিং অফিসারের অনিয়মের কারণে একটি কেন্দ্র স্থগিত হলেও বাকি ১২১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন সরকার ৫১ হাজার ৯৭৯ ভোটে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খলিল নয়ন পেয়েছে ৩২ হাজার ৪৪৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরীন ইসলাম চায়না পেয়েছেন ২৫ হাজার ৭৯১ ভোট।

ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত বাজেয়াপ্ত হয়েছে দুজন প্রার্থীর।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ