শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

এবারের ঈদে রেডিমেড পোশাকে ক্রেতাদের আগ্রহ বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমারা হাবীব
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর। জমে উঠেছে রাজধানীর কাপড় বাজার। ঈদ সামনে রেখে ধনী গরীব সকলেই নতুন পোশাক কিনছে। সামর্থ্যের সবটুকু দিয়ে পছন্দের পোশাক ক্রয়ে ব্যস্ত পরিবারের কর্তাগণ। এদিকে ঈদ বাজারে নিজেদের বিক্রি বাড়াতে বসে নেই বিক্রেতারাও। ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানে তুলছে নতুন নতুন মনকাড়া ডিজাইনের পোশাক।

রাজধানী ঢাকার বাড্ডা এলকার হাকিম টাওয়ারে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভীড়। নিজেদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত। বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, পুরুষদের আগ্রহ বেশি পাঞ্জাবিতে আর মেয়েরা থ্রি পিছে। কাপড় কিনে পোশাক বানানোর চেয়ে রেডিমেড কাপড় কিনতে আগ্রহী ক্রেতারা।

পাঞ্জাবি কিনতে আসা ঢাকার বাসিন্দা হাসিব বলেন, প্রতি ঈদে পাঞ্জাবি কিনি। এবারও পাঞ্জাবি কিনব। সাধারণত রেডিমেট পাঞ্জাবিই কিনি। পাঞ্জাবি বানাতে গেলে কাপড় কেনা, সেলাই করা, সেজন্য কয়েকদিন অপেক্ষা করা বিরক্তিকর।

ফয়েজ বস্ত্র বিতানে কাটা কাপড় বিক্রেতা হারুনের কাছে রোজায় বেঁচা-বিক্রি কেমন চলছে জানতে চাইলে তিনি জানান, আমাদের ব্যবসা রোজার শুরুর দিকে, এখন মানুষ রেডিমেড কাপড় কিনবে। আর দুদিন পরে আমাদের ক্রেতা আরও কমে যাবে।

পাবনা ট্রেডের মালিক আবদুল্লাহ জানান, কেনা বেঁচা ভাল চলছে। তবে আফনান ফেব্রিক্সের রবিউল জানান ভিন্ন কথা। তিনি বলেন, বেঁচা কেনা ভাল চলছে তবে অন্যবারের তুলনায় এবার কম চলছে।

এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে অনেকেই বের হতে চান না। আবার অনেকে রোজার শেষের দিকে কাপড় কিনে। ২৭ রোজার পরে আরও ক্রেতা বাড়বে বলে তিনি মনে করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ