শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

ব্রাডফোড শাখা আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাডফোড শাখা বৃটেন এর উদ্যোগে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১৯ জুন) সম্মেলনকে সফল করার জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোড শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ব্রাডফোড শাখা খতমে নবুওয়ত সহ সভাপতি ও জামিয়া খাতামুন্নাবিয়্যিন লন্ডনের মহাপরিচালক মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আল্লামা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, কুখ্যাত গোলাম কাদিয়ানীর অনুসারীরা শুধুমাত্র মুসলমানদের শত্রু নয়। তারা বিশ্ব, শান্তি ও মানবতার প্রকাশ্য দুশমন। বিশ্বের শান্তিপ্রিয় প্রতিটি মানুষের উচিত তাদের বয়কট করা।

তাই তিনি বৃটেনের সকল মুসলমানকে আগামি ২১ জুলাই অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল ও কাদিয়ানীদের ব্যাপারে বিশ্ববাসীকে সচেতন করার আহ্বান জানান।

ব্রাডফোর্ড শাখা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোর্ড শাখা সহ সভাপতি ও ব্রাডফোর্ড তাওক্কুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফেজ জালাল, কারী আব্দুল জলিল, মাওলানা শামসুল হকসহ অর্ধশত উলামায়ে কেরাম।

বক্তারা কাদিয়ানীদের ঈমানবিধ্বংশি অপততপরতা বন্ধে অবিলম্বে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। তার পাশাপাশি আগামী ২১ জুলাইয়ের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করে কাদিয়ানীদের বিরুদ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বৃটেনে অবস্থানরত সকল মুসলমান প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ