শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


লাইফ সাপোর্টে এরশাদ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, এরশাদের অবস্থা ক্রেটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (১ জুলাই) বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বাইরে নিতে হলে যে রকম শারীরিক অবস্থা থাকা দরকার, সে রকম অবস্থা তার নেই। লম্বা জার্নি করার অবস্থা নেই। যেসব চিকিৎসা দেশের বাইরের হাসপাতালে দেয়া হয়, এখানেও তা আছে। যা যা চিকিৎসার প্রয়োজন, তা দেয়া হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।

গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ