শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

‘জয় শ্রীরাম’ না বলায় ফের মুসলিম যুবককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও ভারতের ঔরাঙ্গাবাদে ‘জয় শ্রীরাম’ বলতে না চাওয়ায় ইমরান ইসমাইল প্যাটেল নামের এক মুসলিমকে বেধড়ক মারধর করে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত।

ভারতীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়, গত শুক্রবার ঔরাঙ্গাবাদের বেগমপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকালে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল প্যাটেল নামের ওই ব্যক্তি। সে সময় বেগমপুরা এলাকার হাডকো কর্নারে তার রাস্তা আটকায় ১০ থেকে ১২ জনের অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। এরপর তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বলা হয়। ইসমাইল ‘জয় শ্রীরাম’ বলবে না জানালে সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয়।

এ সময় ইসমাইলকে মার খেতে দেখে গনেশ নামে এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা এগিয়ে আসে। তারা ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।‌‌ গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশের ইন্সপেক্টর মধুকর সাভান্ত জানিয়েছেন, আমরা এ ঘটনার অভিযোগ পেয়েছি, ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৫৩–এ এবং ১৪৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ