শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

মাওলানা আব্দুস সালামের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ছড়ারপার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আব্দুস সালাম দীন ও ইসলামের বহুমুখী খিদমত আন্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন।

মাওলানা আব্দুস সালাম বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর ভগ্নিপতি ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্ত‌েকাল করেছে‌ন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩বছর। তি‌ন ছেলে‌, দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মরহুমে‌র জানাজার নামাজ‌ সোমবার আছরের পর শাহপরান রহ. মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।

মাওলানা আব্দুস সালাম ওসমানীনগর উপজে‌লার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রাম‌ে জন্ম গ্রহন কর‌েন। গহরপুর জামেয়ায় দাওরায়‌ে হাদীস পা‌শ কর‌ে সি‌লেট দারুস সালাম মাদরাসায় অনে‌কদিন শিক্ষকতা করে‌ন।

পর‌ে খাদি‌ম নগর কল্লগ্রাম‌ে ন‌িজের বাড়ি‌র পাশ‌ে জাম‌ে‌য়া সাওতুল হ‌ে‌রা নাম‌ে একট‌ি মাদরাসা প্রত‌ি‌ষ্ঠা কর‌েন।পাশাপাশ‌ি স‌ি‌লেট ছড়ার পার মাদরাসার মুহতামিম হ‌ি‌সাব‌ে দায়‌িত্ব পালন করে‌ছেন। তিন‌ি তাবল‌িগ জামাতে‌র একজন মুরব্ব‌ি ও দীনের একনি‌ষ্ট খাদে‌ম ছিলে‌ন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ