রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের বনানীতে বিএনপির সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হেফাজতে ইসলামের মজলিসে আমেলায় উপস্থিত ছিলেন যাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুন্সিগঞ্জের পাপ্পু

ভোলার ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররমে সর্বদলীয় বিক্ষোভ-মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধীক আহতের ঘটনার প্রতিবাদে ঢাকায় তাৎক্ষণিকভাবে সর্বদলীয় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল।

আজ রোববার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, আলহাজ্ব শেখ গোলাম আসগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আজিজুর রহমান হেলাল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার ছয়ঘরি, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মতিউর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা নূর মুহাম্মদ, হেদায়েতুল ইসলাম, ইমরানুল বারী সিরাজী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, ঢাকা মহানগরী সেক্রেটারী মাওলানা আজীজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মুফতি আবদুল মুমিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি তোফায়েল গাজালী, সবার খবর সম্পাদ মাওলানা আবদুল গাফফার, আমীর আলী হাওলাদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও মহানবী সা.কে নিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মহানবী সা. এর অবমাননাকারী ভোলার ইসকন সদস্য বিপ্লব চন্দ্র শুভকে কঠিন শাস্তি দিতে হবে। বি-বাড়ীয় আলেমদের শহীদ করে আওয়ামীলীগ একবার ক্ষমতা হারিয়েছিলো। আজ ভোলায় মুসল্লিদের উপর নির্বিচার গুলি চালিয়ে ও মুসল্লিদের শহীদ করে আওয়ামীলীগ সরকার আবার তাদের পতন তরান্বিত করলো। এ হত্যাকান্ডের বিরুদ্ধে সারাদেশে তাওহিদী জনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। এ বর্বরোচিত হত্যাকান্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তাওহিদী জনতা ঘরে ফিরে যাবে না।

বক্তারা ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। একইসাথে আহত সকল মুসল্লিকে যথাযথ ও উন্নত চিকিৎসার দাবী জানান।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ