রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

মালয়েশিয়া পাচারকালে ১২২ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের সেন্টমার্টিনের উপকূলীবর্তী সাগর থেকে একটি কাঠের বিকল ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু ছিল।

এসব রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদস্য স্থানীয় স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে একটি কাঠের নৌযান ভাসতে দেখেন কোস্টগার্ডের দক্ষিণ-পূর্ব জোনের একটি বিশেষ টহল দল। সেখানে পৌঁছে তারা দেখেন নৌযানটি বিকল হয়ে গেছে। এর ভেতর থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৪৭ পুরুষ, ৫৮ নারী এবং শিশু ১৪ জন বলে জানান তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হই। সন্ধ্যায় তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মানবপাচারকারী কোনো দালালকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার লে. এম জোসেল রানা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ