শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হাটহাজারী‌তে কাল থে‌কে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তাফসির মা‌হ‌ফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনায় ও আল্লামা শাহ আহমদ শফী সেবা সংস্থার সহ‌যো‌গিতায় ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল ২৭ ন‌ভেম্বর বুধবার থে‌কে শুরু হ‌চ্ছে।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন‌দিন চল‌বে এ তাফসির মাহ‌ফিল। ইতোমধ্য‌ে সকল প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে জান‌ি‌য়ে‌ছেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।

মাহ‌ফি‌লে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

প্রধান মুফাসসির হি‌সে‌বে তাফসীর পেশ কর‌বেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি দেলোয়ার দেলোয়ার হোসাইন (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ)।

প্রধান বক্তা হি‌সে‌বে আলোচনা পেশ কর‌বেন, মাওলানা মামুনুল হক (ঢাকা), মাওলানা জুনায়েদ আল হাবিব (ঢাকা), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।

মাওলানা রাফি বিন মুনির (ঢাকা), মাওলানা ইসমাইল খান (মেখল)।

মাহ‌ফি‌লে কুরআন তিলাওয়াত করবেন, কারী সাইদুল ইসলাম আসাদ ঢাকা।

সভাপতিত্ব করবেন আল আমিন সংস্থা সভাপ‌তি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।

আরও তাফসির পেশ করবেন, মাওলানা জুবায়ের আহমদ আনসারী (বি-বাড়িয়া), মাওলানা নজরুল ইসলাম কাসেমী (ঢাকা), মাওলানা না‌ছির অাহমদ যুক্তিবাদী (গোপালগঞ্জ),মাওলানা নজির আহমদ টঙ্গী (ঢাকা), মাওলানা হাসান জামিল (ঢাকা),মাওলানা মুফতি মুস্তাকুন্নবী (কুমিল্লা),মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারি (ঢাকা), মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা) , মাওলানা হামেদ জাহেরী (ঢাকা),

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ