শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

'আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে মাকাসিদুশ শরীআহ'র জ্ঞান অপরিহার্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার বিরুলিয়াস্থ শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এ সহযোগী প্রতিষ্ঠান– ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’ এর উদ্যোগে ২৯ নভেম্বর (শুক্রবার) ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে এক ইলমী সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ-এর পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “মাকাসিদুশ শরীআহ’ (مقاصد الشريعة الإسلامية) বা ‘ইসলামী শরীআহর অন্তর্নিহিত লক্ষ্য-উদ্দেশ্য’—ইসলামী আইন বিষয়ক জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা; যা স্বয়ংসম্পূর্ণ একটি ফন ও শাস্ত্র হিসেবে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে ব্যাপক গবেষণাকর্ম চললেও আমাদের দেশের ইলমী হালকা তথা দীনি মাদরাসাগুলোতে এখনো এ বিষয়ে গবেষণা ও পঠন-পাঠন শুরু হয়নি।”

“বিষয়টির সাথে আমাদের নবীন আলেমগণ একেবারেই অপরিচিত, অথচ শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তা’লীম, তাযকিয়াহ, লেখালেখি ও গবেষণা’র কাজ আঞ্জাম এবং আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে ‘মাকাসিদুশ শরীআহ’ ইলম অনুধাবন করা জরুরি। ”

“তাছাড়া শরীআহ’র কোনো মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হলে ‘মাকাসিদুশ শরীআহ’ বা শরীআহ’র মূল লক্ষ্য-উদ্দেশ্য জানা আবশ্যক। সুতরাং ‘মাকাসিদুশ শরীআহ’ শাস্ত্রটি আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের ক্ষেত্রে একটি মাইলফলক। এই গুরুত্ব বিবেচনায় শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’- مركز دراسات مقاصد الشريعة নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু করেছে।”

“এই বিভাগের উদ্দেশ্য আলেমদের মধ্যে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক জ্ঞান চর্চার বিকাশ এবং মাকাসিদের আলোকে আধুনিক সমস্যাবলীর সমাধান পেশ করা। সে উদ্দেশ্যেই আজকের ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক সেমিনার।”

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন লেখক ও গবেষক শাইখ মুফতি উছমান গণী, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সহকারী পরিচালক মাওলানা নূরুদ্দীন, মুফতি তারিক জামিল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ