শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব

ফেনীর সিন্দুরপুরের তাফসীরুল কুরআন মাহফিল বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: প্রতি বছরের মতো এবারও ফেনীর দাগনভুঁইয়ায় সিন্দুরপুর তাওহীদি জনতা ও যুব সমাজের উদ্যোগে ১১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল হতে যাচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের প্রাইমারি স্কুল মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- সুলতান আহমদ নানুপুরী রহ. -এর সাহেবজাদা মাওলানা এমদাদুল্লাহ, আমন্ত্রিত ওয়ায়েজ হিসেবে থাকবেন, ঢাকার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি ওয়ালি উল্লাহ এবং হেদায়াতুল্লাহ আজাদী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- মুফতি আবুল কালাম আজাদ, ঢাকার জামিয়া আজমিয়া বনশ্রীর মুহাদ্দিস, -রামপুরার মসজিদে গনীর খতিব ও সত্যপুর মাদরাসা সিন্দুরপুরের পরিচালক মুফতি মাহফুজুর রহমান সিন্দুরপুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন- ১নং সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী ও রঘুনাথপুর দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও এন টিভি ইউ.কে এর ইসলাম বিষয়ক আলোচক মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়ার মুহাদ্দিস মুফতি হোসাইন আহমদ জাবের আওয়ার ইসলামকে বলেন, তাফসীরুল কুরআন মাহফিলটি এই এলাকায় দীর্ঘ ১০ বছর ধরে হয়ে আসছে। সাধারণ মানুষ যেন দীন বুঝতে পারে সে জন্য প্রতি মাহফিলে বিজ্ঞ আলেমদের আনতে চেষ্টা করি।

তিনি আরও বলেন,মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে সভা করেছে। আমরা আশা করছি প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুন্দর ভাবে মাহফিল শেষ করতে পারবো।

মুফতি হোসাইন আহমদ জাবের সবার কাছে মাহফিলের জন্য দোয়া চান এবং মাহফিলে সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ