বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মানিলন্ডারিংয়ে নজরদারি সংস্থার তালিকায় মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিলন্ডারিংয়ের জন্য বৈশ্বিক আর্থিক নজরদারি প্রতিষ্ঠানের তালিকায় নাম উঠতে যাচ্ছে মিয়ানমারের।
মাদক পাচারকারীদের অর্থ পাচারের সুযোগ ও দুর্বল আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য দেশটিকে এই তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, প্যারিসভিত্তিক ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা (গ্রে লিস্ট) মিয়ানমারকে অর্ন্তভূক্তির অর্থ হচ্ছে আন্তঃসরকারীয় সংস্থা দেশটির মানিলন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার সামর্থ্যে ‘কৌশলগত ঘাটতি’ খুঁজে পেয়েছে।

তালিকায় নাম আসার অর্থ অবশ্য নিষেধাজ্ঞা আরোপ নয়। তবে তালিকায় অর্ন্তভূক্তি মিয়ানমারের আর্থিক বিকাশ, বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহকে কমিয়ে আনবে। চলতি সপ্তাহে প্যারিসে এফএটিএফের বৈঠকে যোগ দিয়েছিলেন মিয়ানমারের ফিন্যানসিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান কিয়াও উইন থেইন।

তিনি জানিয়েছেন, ‘এখনও মিয়ানমার ধূসর তালিকায় নেই’। বৃহস্পতিবার প্লিনারি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এফএটিএফের প্যারিসের প্লিনারি বৈঠকের সিদ্ধান্ত সাধারণত শুক্রবার ঘোষণা করা হয়। কিয়াও উইন থেইন জানিয়েছেন, মানিলন্ডারিং বন্ধে মিয়ানমার সরকার একটি কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এফএটিএফের প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, সংস্থাটি তদন্তে জানতে পেরেছে মানিলন্ডারিং বন্ধে মিয়ানমারের কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন থেকে বহু দূরে রয়েছে। প্যারিস বৈঠকেই দেশটিকে ধূসর তালিকায় অর্ন্তভূক্ত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ