বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

প্রকাশিত হলো হজ সফরনামা ‘কাবার পথে ধন্য হতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক মাওলানা নাদিম আল ওয়াজিদির ‘ফের সুয়ে হারাম লে চল’ গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে। এটি মক্কা-মদিনার ভ্রমণকাহিনি। বইটিতে হজ-ওমরাহর দালিলিক মাসায়েল এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর তত্ত্বভিত্তিক আলোচনাও স্থান পেয়েছে।

‘কাবার পথে ধন্য হতে’ নামে বইটি অনুবাদ করেছেন তরুণ লেখক ও অনুবাদক নাজমুল ইসলাম কাসিমী। সম্পাদনা করেছেন লেখক ও সম্পাদক জহির উদ্দিন বাবর। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের পরিচিত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান দারুল উলুম লাইব্রেরী।

লেখক একাধিকবার বাইতুল্লাহ সফর করেছেন। সে হিসেবে মক্কা-মদিনার প্রতিটি অলিগলিই তার খুব চেনা-জানা এবং পরিচিত। তাই তিনি ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তকে ইতিহাসের গভীর নির্যাসের আলোকে বিশ্লেষণ করেছেন সুনিপুণভাবে। সাবলীল কথাসাহিত্য দিয়ে প্রতিটি অধ্যায়কে করেছেন অনেক চমকপ্রদ।

পুরো বইটিতে নজর ভোলালে আপনার মনে হবে, বইটি নিছক একটি ভ্রমণকাহিনি না; বরং একটি তাত্ত্বিক সিরাত গ্রন্থও। বইটি পড়লে সহজেই যেকোনো পাঠকের চোখের সামনে ভেসে উঠবে সাড়ে চৌদ্দশ বছর আগের মুসলমানদের ঐতিহ্যঘেরা স্মৃতিফলক; বদর, উহুদ, খন্দক। পাতায় পাতায় বিচরণ করলে সিক্ত হবেন, পবিত্র ভূমি; মিনা, আরাফা ও মুযদিলাফার ধুলোবালিতে।

বদরের অবিস্মরণীয় বিজয় যেমনিভাবে পাঠককে আন্দোলিত করবে, ঠিক তেমনিভাবে উহুদের নির্মম চিত্রগুলো পাঠকের দু'চোখ দিয়ে অশ্রু ঝরাবে বারবার। প্রতিটি অধ্যায় পাঠকালে, পাঠক কল্পনাতে নিজের অজান্তে মুহূর্তেই চলে যাবেন স্বপ্নপুরি সেই দুর্গগুলোতে। যেখানের মাঠ ও মাটির সঙ্গে মিশে আছে প্রিয়নবীর প্রেম-ভালোবাসা আর পবিত্র অঙ্গপ্রত্যঙ্গ'র স্পর্শগুলো। হাজার হাজার দূরে থেকেও মনে হবে আমি ঘোরাফেরা করছি পবিত্র হিজাজ ভূমিতে।

ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো, বোর্ড বাঁধাই ২৮০ পৃষ্ঠার এই বইয়ের গায়ের মূল্য ৩৫০ টাকা। রয়েছে বিশেষ কমিশন। বইটি দেশের বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডকটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ